আমাদের কথা খুঁজে নিন

   

এবার মিলিটারি রোবট নির্মাতাকে কিনে নিল গুগল

এবার মিলিটারি রোবট নির্মাতা প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিকসকে কিনল ইন্টারনেট জায়ান্ট গুগল।

ই-কমার্স সাইট অ্যামাজন রোবটিক প্রযুক্তিপণ্য ডেলিভারিতে ব্যবহার করবে, এমন খবর প্রকাশের পর গুগল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির রোবট নির্মাতা প্রতিষ্ঠানের মালিকানা কিনে নিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদসংস্থা বিবিসি।

এ বছর বোস্টন ডায়নামিকসসহ মোট আটটি রোবট নির্মাতা প্রতিষ্ঠান কিনেছে গুগল। মালিকানা গ্রহণের আগে প্রতিষ্ঠানটি মার্কিন সেনাবাহিনীর জন্য কাজ করত।

কোম্পানিগুলো কত দামে কেনা হয়েছে এবং অন্যান্য তথ্য এখনও গোপন রেখেছে গুগল।

এই গোটা প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন ‘অ্যান্ড্রয়েড বস’ নামে পরিচিত অ্যান্ডি রুবিন।

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির একজন অধ্যাপক ১৯৯২ সালে বোস্টন ডায়নামিকস নামে রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তবে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি কোনো রোবট বিক্রি করে না, যদিও তাদের নির্মিত রোবট চিতা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির রোবট। যেটি ঘণ্টায় ২৯ মাইল গতিতে দৌড়াতে পারে।

উল্লেখ্য, পেন্টাগনের ডিফেন্স এডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (ডারপা) অর্থায়নে বোস্টন ডায়নামিকস ভ্রাম্যমান ও অফরোড রোবটিকস টেকনোলজি তৈরি ও উন্নয়নের কাজ করে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.