আমাদের কথা খুঁজে নিন

   

নির্ভরযোগ্য আদালত খুজে পাচ্ছি না।

বিচ্ছিন্নতাও একটা ভাবাবেগ যা মাকে প্রায়ই ভাবিত করে-জব্দ করে অহর্নিশ। !! তবু এটা নিয়েই বেঁচে আছি। ।

আজ মাইকেল(মধুসদন) বেঁচে থাকলে কিংবা তার মেধা,মনন ও মানসিকতা আমার মধ্যে বিদ্যমান থাকলে আমি নিশ্চই প্রহসন লিখতাম___ যেমন "একেই কি বলে গণতন্ত্র" কিংবা "একেই কি বলে মানবতা"। অথবা এও হতে পারে "গণতন্ত্রের ঘাড়ে স্বৈরতন্ত্র"।

কিন্তু আমার সেই প্রতিভা নাই। কিন্তু সমসাময়িককালে অনেকেরই সেই প্রতিভা আছে কিন্তু তারা সবাই নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিই করে শুধু। আমি তাদের লিখত্যে বলছি না,শুধু বলতে চাচ্ছি হালের ঘটনাপ্রবাহ থেকে "রক্তচরিত" নামের উপন্যাসও হয়ত রচনা করা যেত। এমন অবস্থা হয়ে দাড়িয়েছে যে মানুষ মরবে,সময়ে-অসময়ে মরিবে এবং ইহাই যেন স্বাভাবিক ঠিক যেন "আল্লার মাল আল্লায় নিছে" ব্যাপারটার মত। আমার আফসোস হল বৃহত্তর স্বার্থে(নিজেদের স্বার্থ ব্যাতিরকে) আমরা আর এক হতে পারি না।

কিন্তু আজ শাসন ক্ষমতা তৃতীয় কেউ গ্রহণ করুক দেখবেন প্রথম নিজেদের মধ্যে ভালবাসাবাসির দৌড়ানি আরাম্ভ করে দিবে। বর্তমানে কবি-সাহিত্যিকদের কারাবরণ করতে হয় না কারন তারা সরকার বিরোধী কিংবা অন্যায়বিরোধী না অথবা অত্যন্ত কৌশলগতভাবে সরকার-দূর্নিতি ও অন্যাবিরোধী। । ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটা হল___ "ভায়োলেন্স আমি নিতে পারি না মৃত্যুময়তায় শিউরে উঠে তনুমন, টইটুম্বুর নেত্র- তবু অপ্রকাশিত থেকে যায়। " বড়ই দূর্বল আমি, হীন আমি প্রতিবাদের ভাষা অনুচ্চারিত করে রাখি ভয়ে কিংবা অভ্যাসে! তবু অবচেতন আত্মা বিড়বিড় করে অবিরাম।

[sb]সময় বেয়ে যায়- অসংগতি তবু পা দাপিয়ে বেড়ায় অবিরত চুদুরবুদুর করে বেড়ায় কিছু পশুত্ব আর আমরা এক একটা মাদারচোত চুতমারানি গাল দিতে পারি মাত্র। । সর্বোপরি আমি একটা কেস করব তবে নির্ভরযোগ্য আদালত খুজে পাচ্ছি না। বাদীঃ আমি নিজেই ; বিবাদীঃ ১)সরকারদল(একগুয়েমি,এখরোখা কিংবা ক্ষমতাসীন মানসিকতার জন্য ২) বিরোধী দল (যাবতীয় সহিংসতা এবং মৃত্যুর জন্য তবে মৃত্যুর অর্ধেক দায়ভার সরকারের)। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.