মালয়েশিয়ান বিমান নিখোঁজ হওয়ার মাসখানেক পার হওয়ার পর সেটি উদ্ধারে নতুন শক্ত প্রমাণ পাচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। অনুসন্ধান কার্যক্রমে নিয়োজিত অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা জাহাজ 'ওশ্যান শিল্ড'র রিসিভারে আরও দুটি সংকেত ধরা পড়েছে বলে দাবি করেছে দেশটি। কর্তৃপক্ষ বলছে, আর এ সংকেত দুটি বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সে (ফ্লাইট রেকর্ডার) রেডিও সংকেত। অস্ট্রেলিয়ান এয়ার চিফ মার্শাল অ্যাঙগুস হোস্টন দাবি করেন, জাহাজের রিসিভারে দুবার সংকেত ধরা পড়েছে। এর মধ্যে একবার অন্তত দুই ঘণ্টা ধরে বেজেছিল।
তিনি মন্তব্য করেন, নিখোঁজ বিমান খোঁজার কার্যক্রমে এখন পর্যন্ত এটি সবচেয়ে 'নির্ভরযোগ্য অগ্রগতি'। তবে আরও অনেক প্রমাণ দরকার উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনো বিমানটির সন্ধান পাইনি এবং আমাদের আরও নিশ্চিত হওয়া দরকার। হোস্টন জানান, টোয়েড পিঙ্গার লোকেটরের মাধ্যমে সংকেত দুটি ধরা পড়েছে। এর একটি দুই ঘণ্টা ধরে বেজেছিল। অন্যটির স্থায়িত্ব ছিল ২০ মিনিট।
তবে দক্ষিণ ভারত মহাসাগরের অনুসন্ধান এলাকার ঠিক কোন স্থানে সংকেত দুটি বেজেছিল এ ব্যাপারে কিছু না জানানো হলেও বলা হয়েছে, ওই স্থানের আশপাশে তল্লাশি চালিয়ে যাচ্ছে ওশ্যান শিল্ড। যদিও প্রথমবারের পর আর সংকেত পাওয়া যায়নি। বিমানটির ব্ল্যাকবক্স ভারত মহাসাগরের তলদেশে পড়ে আছে বলে মনে করছেন তদন্তকারীরা। ব্ল্যাকবক্সে লাগানো একটি অবস্থান জানান দেওয়ার যন্ত্র (লোকেটর বেকনস) অনবরত সংকেত পাঠাচ্ছে। বিবিসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।