আমাদের কথা খুঁজে নিন

   

এ আঁচল শুধু ‘ম’ এর জন্য...(what a quilt have you spread, my motherland!)

আবীর শাকরান মাহমুদ

facebook link: Click This Link flickr view: Click This Link ‘মা’ এর জঠরে সূত্রপাত 'মানুষ'এর জীবনের। 'মাতৃভূমি'র ‘মাটি’তে অবসান। মা, মাটি, মানুষ, মাঠ, মাতৃভূমি... ‘ম’ তেই ‘ম’এর জীবন শুরু। আর ‘ম’ দিয়েই জীবন শেষ। কোন সুগন্ধে নয়, বরং এই ‘ম’ এর মমতার মাধূর্যেই মানবজীবন ম ম করে। এই ‘ম’ এর মাঝেই লাল-সবুজের খেলা। ‘ম’ এর আঁচলেই কেটে যায় সারা বেলা। “কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো-- কি আঁচল বিছায়েছ বটের মুলে, নদীর কূলে কূলে।” এই 'ম' আদ্যক্ষরের ভাইটাল চাহিদাগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বিজয় দিবসের লাল-সবুজ শুভেচ্ছা। "Ah, what a beauty, what shades, what an affection And what a tenderness! What a quilt have you spread at the feet of Banyan trees And along the banks of rivers!" আবীর শাকরান ফটোগ্রাফি ডিসেম্বর, ২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।