জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে গতকাল রংপুর ও দিনাজপুরের বীরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নিজস্ব প্রতিবেদক, রংপুর : এরশাদের মুক্তির দাবিতে জাতীয় পার্টির একাংশ গতকাল রংপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। আরেক অংশ গতকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করে। গতকাল রংপুরে হরতালের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। নেতা-কর্মীরা মাঠে না থাকলেও সব দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
বন্ধ থাকে কাঁচাবাজারও। অটোরিকশা চলেনি, মোটরসাইকেলও বের করেনি কেউ। পায়ে হেঁটে অফিস-আদালতে যেতে হয়েছে সংশ্লিষ্টদের। মহানগর দোকান মালিক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম কালু বলেন, এরশাদের মুক্তির জন্য ৪৮ ঘণ্টা নয়, প্রয়োজনে ৪৮ দিন দোকানপাট বন্ধ রাখা হবে। দিনাজপুর : হরতাল চলাকালে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরের তাজমহল সিনেমা মোড়ে বেড়িকেট দিয়ে লাঠি নিয়ে পিকেটিং করে।
দুপুরে বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।