আমাদের কথা খুঁজে নিন

   

যান্ত্রিক বর্জ্যের অবৈধ গন্তব্য উন্নয়নশীল দেশ

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, আনুমানিক হিসাব অনুযায়ী আগামী চার বছরে বিশ্বের মোট যান্ত্রিক বর্জ্য বৃদ্ধি পাবে আরও ৩৩ শতাংশ।
প্রতিবছর বিশ্বে তৈরি হয় লাখ লাখ যন্ত্র। এগুলোর মাধ্যমে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বিশ্ব। কিন্ত সেইসঙ্গে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশের ভারসাম্য। কারণ, এসব যান্ত্রিক যন্ত্রের বর্জ্যে থাকে নানারকম ক্ষতিকর পদার্থ।

এ রকম ক্ষতিকর পদার্থের কয়েকটি হচ্ছে সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক ইত্যাদি। উদাহরণ হিসেবে বলা যায়, একটি নষ্ট সিআরটি মনিটরেই থাকে প্রায় ৩ কেজি পরিমাণ সীসা।
প্রতিবছর শুধু ইউরেপিয়ান ইউনিয়ন থেকেই দুই লাখ ৫০ হাজার টন থেকে এক কোটি ৩০ লাখ টন ব্যবহৃত যন্ত্রের বেশিরভাগ পশ্চিম আফ্রিকা এবং এশিয়ায় পাঠানো হয়। এছাড়াও অন্যান্য উন্নত দেশগুলো থেকেও এ রকম প্রচুর ব্যবহৃত পণ্য উন্নয়নশীল দেশগুলোতে পাঠানো হয়।
পুনরায় ব্যবহার বা রিসাইকল করা সম্ভব এমন ব্যবহৃত পণ্য উন্নয়নশীল দেশগুলোতে পাঠানোর বৈধতা রয়েছে।

কিন্ত ইন্টারপোল জানিয়েছে, এ বৈধতার সুযোগ নিয়ে ব্যবহৃত পণ্যের সঙ্গে যান্ত্রিক বর্জ্যও অবৈধভাবে পাঠানো হয় যা পরবর্তীতে পুরাতন পণ্যের বাজারে ব্যবহৃত যন্ত্র বলে বিক্রি করা হয়।
এসব যান্ত্রিক বর্জ্য সঠিকভাবে রিসাইকল করা না হলে শুধু যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে তা নয়, ভবিষ্যতে প্রযুক্তি পণ্যের নির্মাণেও বিষয়টি বিশাল নেতিবাচক প্রভাব ফেলবে এমনটাই মন্তব্য করেছে গার্ডিয়ান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।