ছেলের প্রযোজনায় ফের অভিনয় করবে বাবা। পরিচালক বাল্কির 'পা' ছবিতে শুধু অভিনয় নয়, প্রযোজনার দায়িত্বও নিয়েছিলেন অভিষেক বচ্চন। আবারও সেই দায়িত্ব নিতে চলেছেন জুনিয়ার বি। বিগবিকে সঙ্গে আর বাল্কি তৈরি করছেন নতুন এক ছবি। সেই ছবিতেই প্রযোজকের দায়িত্বে রয়েছেন অভিষেক বচ্চন।
পরিচালক আর বাল্কির মতে, 'পা' ছবির থেকেও এই ছবি বেশিমাত্রায় ব্যয়বহুল এবং একেবারেই অন্যরকম। অভিষেক প্রযোজনার দায়িত্ব নেওয়ায় সত্যিই খুব খুশি। মনে হবে বচ্চন পরিবারের সঙ্গে কাজ করছি।
আর বাল্কির নতুন ছবিতে অমিতাভ ছাড়াও দেখা যাবে কমল হাসানের মেয়ে আকসাড়াকে। ছবিতে থাকবেনব সাউথসুপারস্টার ধনুষও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।