আমাদের কথা খুঁজে নিন

   

যৌথবাহিনীর সাথে সংঘর্ষে এএসপিসহ আহত ৫, আটক ৫

সাতক্ষীরা শহরতলীর রইছপুর এলাকায় জামায়াত শিবিরের সাথে যৌথবাহিনীর সাংঘর্ষে পুলিশের সদর সার্কেলের এএসপি ও ১ জন কনস্টেবলসহ জামায়াত শিবিরের ৩ জন আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একজন গুলিবিদ্ধ ৫ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, সাতক্ষীরা শহরতলীর রইছপুর এলাকায় আজ সকাল সাড়ে ৯টার দিকে জামায়াত শিবিরের কর্মীরা রাস্তা কেটে অবরোধ করার চেষ্টা করলে যৌথবাহিনী বাধা দেয়। এ সময় জামায়াত শিবির কর্মীরা যৌথবাহিনীকে লক্ষ করে বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে সদর সার্কেলের এএসপি মনিরুজ্জামান ও বোমায় একজন কনস্টেবল আহত হন।

এ সময় যৌথবাহিনী গুলি চালালে ৩ জন আহত হন। ঘটনাস্থল থেকে শিবির ক্যাডার লাভলুসহ ৫ জনকে আটক করা হয়েছে।

এদিকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যৌথবাহিনী সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে ৫ জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে যৌথবাহিনী গত ১৫ ডিসেম্বর রাত থেকে আজ পর্যন্ত ৪ দিনে মোট ৫০ জন জামায়াত-বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.