টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে জেলার সদর, ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় এ অভিযান চালানো হয়। এদের মধ্যে ১৪জনের পরিচয় পাওয়া গেছে।
আটককৃতরা হলেন- নাগরপুর উপজেলার সেলিম রেজার ছেলে ইমরুল কায়সার রাজিব (২৬), সদর উপজেলার আফজাল হোসেনের ছেলে কাজল (২৭), আব্দুল মান্নানের ছেলে মাহবুবুল হক (২৫), বাচ্চু মিয়ার ছেলে মোতালেব হোসেন (৩৭), ভূঞাপুর উপজেলার কুটিবয়ড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আক্তার হোসেন (৩২), পাইকপাড়া গ্রামের হারুন অর রশীদের ছেলে রাব্বি (২০), গোপালপুর ঘোড়ামারা গ্রামের হাসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন মন্টু (৫০), ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম বাবলু (৪৫), মোহাম্মদ আলীর ছেলে মহিরুর উদ্দিন চান মিয়া (৪১), আবু হানিফের ছেলে লুত্ফর রহমান (৪২), মৃত বাবর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪৭), দেলোয়ার হোসেনের ছেলে মামুন (২০), মোশারফ হোসেনের ছেলে ইব্রাহিম খলিল (২৫) ও এরশাদ মিয়ার ছেলে আব্দুর রশীদ (২৫)।
টাঙ্গাইল থানার সেকেন্ড অফিসার আরিফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পালিয়ে থাকা এজাহারভূক্ত ১৬জন আসামীকে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।