আমাদের কথা খুঁজে নিন

   

রাজনগরে যৌথবাহিনীর অভিযান, আটক ৩৭

মেহেরপুর সদর উপজেলার রাজনগর শেখ পাড়া ও হিজুলী গ্রামে যৌথ বাহিনী অবরোধকারী এবং অবরোধে নাশকতা সৃষ্টির অপরাধে দায়ের করা মামলার আসামী আটকের লক্ষে ব্যাপক অভিযান চালিয়েছে। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৫ ঘণ্টা শ্বাসরুদ্ধকর এ অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন নারী রয়েছেন।

এদিকে, যৌথবাহিনীর অভিযানকালে সময় জামায়াত শিবিরের নেতাকর্মীরা যৌথবাহিনীর সদস্যদের প্রতিরোধ করতে গেলে যৌথবাহিনী গুলিবর্ষণ করে। অভিযানের শুরুতে বিজিবি, পুলিশ ও র‌্যাবের সদস্যরা রাজনগর শেখপাড়া, হিজুলীসহ আশেপাশের গোটা এলাকা ঘেরাও করে।

কয়েকটি দলে বিভক্ত হয়ে বিএনপি-জাময়াতের লোকজনের বাড়ি বাড়ি চিরুনী অভিযান শুরু হয় বলে জানা গেছে। এতে ওই এলাকায় পুরুষশূন্য হয়ে পড়ে। অভিযানের শুরুতে ও শেষে বেশ কিছু ঘরবারি ও দোকান পাট ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটিয়েছে একদল দুর্বৃত্ত।

গ্রামবাসী ও আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর থেকে মেহেরপুরর সদর উপজেলার রাজনগর গ্রামে যেৌথবাহিনীর একটি বিশাল টিম চিরুনি অভিযান শুরু করে। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যৌথবাহিনীর সদস্যদের প্রতিরোধ করতে গেলে তারা  কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেন বলে মেহেরপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।

তবে গ্রামবাসীর দাবি শাতাধিক রাউন্ড গুলি ছুঁড়েছে যৌথ বাহিনী। এসময় যৌথবাহিনীর সদস্যরা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটক করতে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে বলে স্থানীয় গ্রামবাসী সুত্রে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.