আকাশ-৮ চ্যানেলের জন্য তসলিমার লেখা 'দুঃসহবাস' ধারাবাহিকটির সম্প্রচার স্থগিত রাখার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল সংখ্যালঘু সংগঠন। 'মিল্লি ইত্তেহাদ পরিষদ' নামে এই সংগঠন মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠায়। দুঃসহবাস সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে পারে বলে দাবি করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা বিশ্বস্ত সূত্র থেকে জেনেছি, এই ধারাবাহিকে এমন বেশ কিছু দৃশ্য দেখান হবে যেগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানতে পারে। আর তাই এই ধারাবাহিক সম্প্রচারের বিরোধিতা করছি।
এই প্রসঙ্গে দুঃসহবাসের প্রযোজক ঈশিতা সুরানা জানান, তসলিমা নাসরিনের বই কলকাতা শহরে এখনও বিক্রি হয়। তা নিষিদ্ধ হয়নি। তবে রাজ্য সরকার না চাইলে 'দুঃসহবাস' প্রচারিত হবে না।
কিছুদিন আগে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'দুঃসহবাস' সম্পর্কে তসলিমা বলেন, আমি আকাশ ৮ চ্যানেল কর্তৃপক্ষ এবং অশোক সুরানার কাছে কৃতজ্ঞ। তারা এত বছর পর আমাকে আবার কলকাতায় ফিরিয়ে নিয়ে এসেছেন।
আমার কাজ যদি প্রকাশিত এবং প্রচারিত হয় তবে আমি কলকাতাবাসীর মনের মধ্যে বেঁচে থাকব।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে সম্প্রচারের কথা দুঃসহবাসের। তবে কলকাতা পুলিশ আকাশ ৮-কে ধারাবাহিকটি প্রচার না করার পরামর্শ দিয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।