চাপে পড়ে তসলিমা নাসরিনের লেখা 'দুঃসহবাস' ধারাবাহিকের সম্প্রচার শুরু করতে পারল না কলকাতার চ্যানেল আকাশ আট। একটি নির্দিষ্ট কারণে অনির্দিষ্টকালের জন্য 'দুঃসহবাস'র সম্প্রচার বন্ধ রাখা হলো বলে বৃহস্পতিবার জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
এই ধারাবাহিকটি সামপ্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে দাবি তুলে সংখ্যালঘু সমপ্রদায় সংগঠন 'মিলি্ল ইত্তেহাদ পরিষদ'। তাই এটির প্রচার বন্ধের জন্য সংগঠনটি মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি দেয়। কলকাতা পুলিশ আগেই ধারাবাহিক সমপ্রচার না করার পরামর্শ দিয়েছিল চ্যানেলকে।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে সমপ্রচারের কথা ছিল 'দুঃসহবাস'র।
এ প্রসঙ্গে ধারাবাহিকটির প্রযোজক ঈশিতা সুরানা জানান, তসলিমা নাসরিনের বই কলকাতা শহরে এখনো বিক্রি হয়। তা নিষিদ্ধ হয়নি।
বেশ কিছুদিন ধরেই কলকাতা মহানগরীর রাস্তা 'দুঃসহবাস'র হোর্ডিংয়ে ছেঁয়ে গিয়েছিল। আর সেই সঙ্গে তসলিমার লেখার কিছু অংশ- 'লড়াইটা থাকবেই, যতদিন মেয়েদের প্রতি এই নিপীড়ন ততদিন এই প্রতিবাদ, এই প্রতিবাদ বলে আমরা বেঁচে আছি, বেঁচে থাকব'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।