আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারে অচিন

বাইরে সেদিন তুমুল কুয়াশা, বাতাসে মড়া পাতার গন্ধ মদের নেশায় চোখগুলো ঢুলুঢুলু ঘুমে তুমি-আমি চিলেকোঠার অন্ধকারে এলোমেলো চিন্তায় বিদিক দাড়িয়ে। সব শব্দ ছাপিয়ে তোমার সামুদ্রিক নিঃশ্বাস- আমায় একাকী করে, তোমার নার্ভাসনেস বাড়ায়। আমার মুখে নোনতা স্বাদ,তোমার ঠোঁটের- তোমার বন্য নখগুলো চেপে বসে আমার পিঠে। বিধিনিষেধ পায়ে ঠেলে আমি হারাই তোমার গভীরতায়। রাস্তা থেকে কুকুরের ডাকে সংজ্ঞা ফেরে, আকাশের নীল আঁচলে সূর্যের লুকোচুরি খেলা, মেঘের গন্তব্যহীন যাত্রায়; যেখানে মৃগয়ার অমৃত সুষমা কি সে কষ্ট; জানে কি পৌষের কুয়াশা? নাকি শিশিরে মুছে যায় সব ভালোবাসা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।