আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধে সোনামসজিদ স্থলবন্দরে ৮১ কোটি টাকা লোকসান

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে সরকারি রাজস্ব ও বিভিন্ন সংগঠনের প্রায় ৮১ কোটি টাকার লোকসান হয়েছে বলে জানা গেছে। ১৮ দলীয় জোটের হরতাল, অবরোধের কারণে গত দেড় মাসে এ লোকসান হয়েছে বলে জানা যায়। এর মধ্যে সরকারি রাজস্বের পরিমাণ ৪৬ কোটি টাকা।

আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিক সমন্বয় ও পানামা সূত্রে জানা গেছে হরতাল ও অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এছাড়াও কোয়ারেন্টাইন, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড, শ্রমিক সমন্বয়, সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক ও ট্রাক চালকদের ট্রাক ভাড়াসহ বিভিন্নভাবে লোকসানের পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা।

তবে এ হরতাল ও অবরোধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনামসজিদ স্থলবন্দরের পানামা ইয়ার্ডে কর্মরত শ্রমিকরা। আগের হরতাল-অবরোধে ভারত থেকে পণ্যবাহী ট্রাক আসতো এবং বন্দরের ভেতরে কাজকর্ম চলতো। ফলে তাদের তেমন একটা ক্ষতি হতো না। কিন্তু এখন সোনামসজিদ জিরো পয়েন্টে অবরোধকারীদের বাধার কারণে কোনো পণ্যবাহী ট্রাক আসছেনা এবং বন্দরের ভেতরও কাজকর্ম চলছেনা। এতে তাদের মত নিম্নশ্রেণীর দিনমজুররা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।