আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতিমান অভিনেতা খালেদ খান আর নেই



অভিনেতা, নাট্যকার খালেদ খান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে বারডেমে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিকভাবে আইসিউতে নেয়া হয় তাকে। শুক্রবার পরিবারের সম্মতিতেই রাত সাড়ে ৮টায় খালেদ খানের লাইফ সাপোর্ট সরিয়ে নেয়া কথা ছিল।

পরে সিদ্ধান্ত পরিবর্তন করে রাত সাড়ে ১০টায় সরিয়ে নেয়ার কথা বলেন চিকিৎসকরা। কিন্তু তার আগেই তিনি কাউকে আর কোনো দ্বিতীয় বিবেচনার সুযোগ না দিয়ে চলে গেলেন। উল্লেখ্য, অভিনেতা খালেদ খান দীর্ঘদিন ধরে মটরনিউরন রোগে ভুগছিলেন। এ সমস্যার কারণে তার শরীরের মাংসপেশী অকেজো হয়ে যায়। ফলে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে-চলতে পারতেন না।

বেশ কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করতেন। গত সোমবার তার অবস্থার অবনতি হলে মালিবাগে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বারডেমে স্থানান্তর করা হয়। কিন্তু দীর্ঘ যানজটের কারণে রাস্তায়ই তার রেসপারেটরি অ্যাটাক হয়। এ সময় তার শরীরের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ে।

তারপরই তাকে বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)’তে রাখা হয়


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.