আমাদের কথা খুঁজে নিন

   

মনের মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা চালিয়ে যাবার কৌশল (মোবাইল এ )

বাংলাদেশ

এই পোস্ট তা শুধু গম্ভীর মানুষ দের জন্য লেখা। । আমার মতো যারা গম্ভীর মানুষ তাদের জন্য মনের মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায় । কারন আমরা যখন কথা বলি তখন ভাবনা চিন্তা করে কথা বলি... কিন্তু হাস্য উজ্জ্বল মেয়েরা গম্ভীর মানুষ বা ছেলেদের তেমন একটা পছন্দ করেনা...। আর গম্ভীর ছেলেরা সহজে মেয়েদের সাথে মিশতে পারেনা...।

যারা হাস্য উজ্জ্বল মেয়ে তারা সব সময় চাই তাদের মনের মানুষ সব সময় আনন্দ এর মধ্যে থাকবে। আর গম্ভীর ছেলেদের জন্য কিছু কৌশল হচ্ছে ............... ১. যখন কথা বলবে প্রথমে কুসলাদি জিজ্ঞাসা করে নিবে ২. তোমার বন্ধু বান্ধবি পূর্বে কি কি (হাসির কর্মকাণ্ড) করেছে সে গুলা বলবে। ৩. প্রয়জনে বানিয়ে বানিয়ে গল্প বলবে। গল্পের মধ্যে হাস্য রস থাকতে হবে ৪. কিছু মজার জোকস বলবে। জোকস গুলো না বুঝলে বুঝিয়ে বলবে।

৫. বন্ধুর সাথে তুমি বেড়াতে গিয়েছিলে । এবং সেখানে কি কি হয়েছে সে গুলো বিস্তারিত বলবে। ৬. গুন গুন করে কোন কথা বলবেন না (মানে পরিস্কার করে কথা বলবে) ৭. শেষ - যাই বল খোলা খুলি কথা বলবে। এইগুলো কৌশল অবলম্বন করে দেখ সফল হতে পার ......। এই পোস্ট তা শুধু গম্ভীর মানুষ দের জন্য লেখা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.