প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
কেউ বলতে পার?
বেঁচে থাকার যুদ্ধটা কবে শুরু হবে,সত্যিকারের বেঁচে থাকার যুদ্ধ?
কবে গিয়ে ছেলেকে বলব?
বাজান,আজ সত্যিকারের যুদ্ধে যাচ্ছি,বেঁচে থাকার যুদ্ধে
তোর জন্য,তোর অনাগত ভবিষ্যতের জন্য
স্বাধীনদেশের এই পরাধীনতা মুছে দিয়ে আসি
চেতনা আর জাতীয়তাকে দেবো আজ ফাঁসি।
কেউ ভাত দেয় না,কেউ বলে না খেয়েছিস কি?
কেউ পয়সা দেয় না,খবর নেয় না বেঁচে আছিস কি?
তাই,
আমি মুক্তি চাই,ষোলকোটি আজ মুক্তি চায়
ছেড়ে দে,কিছু দিন হেসে খেলে বাঁচি।
স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ,এখন ষোলকোটি
বেঁচে থাকার যুদ্ধে আমি একাই,এখন কত কোটি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।