বাড়ি থেকে সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিকাকে মেরে নিজেই আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক। কিন্তু কথা আছে রাথে হরি মারে কে? গুলি করলেও কেউ মরেনি দু'জনেই আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পুরনো মালদার মঙ্গলবাড়ির স্কুলপাড়ার।
পুলিশ সূত্রে জানা গেছে, মালদার গৌড় কলেজের প্রথম বর্ষের ওই দুই পড়ুয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। প্রথম থেকেই উভয়ের পরিবার বিষয়টা জানলেও কেউই মেনে নেয়নি তাদের সম্পর্ক।
তাই শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ফোন করে তরুণীকে ডাকে ওই যুবক। এরপর বাড়ির সামনেই তাকে গুলি করে সে। সঙ্গে সঙ্গে ওই যুবকও মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করে। দু’জনেই আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি খালি কার্তুজ, এক রাউন্ড গুলি, এবং সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের একটি পিস্তল উদ্ধার হয়েছে।
ওই যুগলের একাধিক ছবি, প্রেমপত্র, প্রেমিক যুবকের পরিচয়পত্র, মানিব্যাগও উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে জানতে পেরেই এদিন এই ঘটনা ঘটায় প্রেমিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।