(আমার নতুন গান .... জুলিয়ান অ্যাসাঞ্জ তোমার প্রেমিকাকে )
তোমাকে আমি পেয়েছিলাম কারাগারের সবেচেয়ে
নিকৃষ্ট সেলের স্যাতসেতে আধাঁরে
তোমার সুন্দর চিবুক সেখানে কয়েককোটি জোনাকী হয়ে জ্বলছিল
আমি তোমাকে ডাক দিলাম প্রজাপ্রতির ডানার গোপন শব্দে
তুমি ভয় পেলে আর চিতকার করে বললে
"আমি যেন তোমার কাছে না যায় "
কারণ আমাদের দুজনের মাঝে তুমুল বৃষ্টি হচ্ছিল
মানুষকে ঘরে বন্দী করে রাখার মত
কোনদিন থামবে না এমন বৃষ্টি
কারাগার সেলের লোহার শিক গুলো
যেন লোহা হয়ে জমে যাওয়া বৃষ্টির অঝোর ধারা
আমাকে তোমার চোখে ঝাপসা করে দিচ্ছে
যতবার এই দুনিয়ার কোথাও কাউকে খুন করা হচ্ছে
যতবার প্রকৃত ঘটনা গানে, কথায়, কবিতায় আর সাংবাদিকতা
বা পেন্টাগনের গোপন দলিল হ্যাক করে প্রকাশ করা হবে,
আর সেই অপরাধে তাকে ফেলে দেয়া হবে কারাগারের অন্ধকারে ,
যতবার কাফনের কাপড় বানানোর কারখানার
শ্রমিকদেরকে গুলি করে মেরে ফেলবে , জারজ ব্যাবসায়ী পিরানহার দল ,
ততবার আমি তোমাকে চুমু খাবো আরো দ্বিগুন প্রেমে ,
আরো বহুগুন প্রেম জমিয়ে রাখবো আমার ঠোঁটের চামড়ার নিচে ,
যাতে আমাদের এক একজনের প্রেম মিলে
দুজনের চুমুতে পরিণত হয় তুমুল ক্ষোভে
আর আমাদের চুমুর প্রবল তুফানে
ধ্বংস হবেই ঠিকই পিরানহাদের সামুদ্রিক অভায়ারণ্য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।