নামে-বেনামে অঢেল সম্পদের মালিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাহবুবউল আলম হানিফ। নির্বাচনী হলফনামায় উল্লেখিত সম্পদের বাইরেও নাকি তার পাহাড় সমান সম্পদ নামে বেনামে রয়েছে। আওয়ামী লীগের এমপি নির্বাচিত হওয়ায় ধরাকে সরা জ্ঞান করে দেশে বিদেশে কোটি কোটি টাকার সম্পদ করেছেন তিনি। তৃনমূল পর্যায় থেকে প্রধানমন্ত্রীর সুনজরে পড়ায় চলে আসে উপর পর্যায়ে। এ ক্ষমতার অপব্যবহার করেই সে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যায় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে নির্বাচিত হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন তিনি। সংসদ সদস্য হিসেবে নির্বাচনের জন্য তিনি হলফনামায় তার সম্পদের যে তথ্য দিয়েছেন তাতেই অনেকে আবাক হন। কিভাবে এত কম সময়ে এত বিপুল পরিমান সম্পদের মালিক হলেন তিনি তা কেউ বুঝতেই পারেনা।
হলফনামার তথ্য অনুযায়ী মৎস্য ব্যবসা থেকেই তার বেশি আয়। তার কোয়েস্ট ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি ও সরবরাহের কাজ করা হয়। হলফনামায় হানিফের বাৎসরিক আয় দেখানো হয়েছে ৩ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে বাড়ি-দোকান ভাড়া থেকে তার আয় ৭ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। মৎস্য ব্যবসা থেকে আয় ৩ কোটি ৭০ লাখ টাকা। এ ছাড়া চাকরি থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা বছরে আয় তার।
অস্থাবর সম্পদের মধ্যে হানিফের নামে নগদ আছে ৪৩ লাখ ৭৯ হাজার ১৫৪ টাকা ও স্ত্রীর নামে আছে মাত্র ৬ হাজার ২২ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে ৮১ হাজার ৪৭৪ টাকা ও স্ত্রীর নামে আছে ২ লাখ ৪৯ হাজার ৫১ টাকা।
নিজ নামে শেয়ার ১ কোটি ৩ লাখ টাকা ও বন্ড রয়েছে ২০ লাখ টাকা মূল্যের এবং স্ত্রীর নামে শেয়ার রয়েছে ১৮ লাখ ৭৫ হাজার টাকার। ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকার দুটি গাড়ি রয়েছে তার। স্বামী-স্ত্রী দু'জনই ৩০ তোলা করে স্বর্ণ ব্যবহার করেন।
স্থাবর সম্পদের মধ্যে তার ৪ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ২৭৬ টাকার ৭০ দশমিক ২৯৩ একর অকৃষি জমি আছে। ৮ লাখ টাকা মূল্যের একটি অফিস ও ১ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকার একটি ফ্ল্যাটও আছে। এ ছাড়া কুষ্টিয়ার চৌড়হাস মৌজায় অভিজাত এলাকা হিসেবে পরিচিত পিটিআই রোডে জমিসহ মাত্র ৩১ লাখ টাকার একটি বাড়ির কথা হলফনামায় উল্লেখ আছে। ব্যাংকের কাছে তিনি দেনা আছেন প্রায় ১৪ কোটি টাকা।
জানা যায়, কুষ্টিয়া শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত পিটিআই রোডে রয়েছে বিশাল আলিশান বাড়ি।
যা দেখলে বুঝায় যাবেনা এটি কি মফস্বলের কোন বাড়ি না রাজধানীর। হলফনামায় উল্লেখের বাইরেও নামে-বেনামে কাঁড়ি কাঁড়ি অর্থ ও সম্পদ রয়েছে তার। টরন্টোতে তার স্ত্রীর নামে কেনা একটি বাড়ির কথা, যা হলফনামায় উল্লেখ নেই। তাইতো অনেকে বলে থাকেন তার কাছে আলাদিনের চেরাগ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।