আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানকে নিন্দা প্রস্তাব প্রত্যাখান করার আহ্বান হানিফের

একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির কার্যকরের পর পাকিস্তানের জাতীয়  সংসদে যে নিন্দা প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাখান করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, অন্যথায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করবে।

আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে আওয়ামী শ্রমিক লীগ আয়োজিত অবরোধ বিরোধী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, পাকিস্তান সরকারকে বলবো আপনারা একটা স্বাধীন দেশ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এখানে  আপনাদের যেসব সৈনিক (রাজাকার,আলবদর) আছে তাদের প্রতি কোনো দয়া-মায়া থাকলে তাদেরকে পাকিস্তানে নিয়ে যান।

এদেশের মানুষ তাদেরকে আর কোনো সুযোগ দিবে না।

বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে হানিফ বলেন, যারা পাকিস্তানের তাবেদারি করতে চান এদেশ থেকে চলে যান। পাকিস্তানে গিয়ে তাবেদারি করুন। এদেশে আপনাদেরকে আর কোনো স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড করতে দেয়া হবে না।

বিএনপরি সঙ্গে আলোচনা চলছে দাবি করে যে কোন রাজনৈতিক সমস্যা আলোচনা মাধ্যমে সমঝোতা করা যাবেও জানান হানিফ।

ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগের কাছ থেকে কোন দাবি আদায় করা যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে বলবো জ্বালাও-পোড়াও বন্ধ করুন। যে কোনো রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমঝোতা করা যাবে।

শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.