কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে মাইজদী বাজারে বিআরটিসি’র একটি বাস ভাংচুর করেছে হরতালকারীরা। হরতালকারীরা রাস্তায় গাছের গুড়ি, ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।
এ সময় পুলিশ ধাওয়া করলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা ৪০ রাউন্ড রাবার বুলেট ও বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এতে শহর ছাত্রদলের কাওছার হোসেন ফারুক (২৬), হান্নানসহ তিনজন গুলিবিদ্ধ হয় বলে জানান জেলা ছাত্র দল সভাপতি নুরুল আমিন খান।
জানা গেছে, দুপুর ১২টার দিকে পুলিশ পাহারায় সোনাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি’র একটি বাস মাইজদী বাজার পৌছালে পিকেটাররা পুলিশের সামনেই হামলা চালায় ও ভাংচুর করে।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।
এছাড়া গত রাত থেকে ভোর পর্যন্ত অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।