মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলের সমাবেশে বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “আমরা বলতে চাই তাদের পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজন নাই। নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমাদের দেশের জনগণেই যথেষ্ট। ”
“নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। জনগণ তা পর্যবেক্ষন করবে। ”
এ সময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমালোচনা করে তিনি বলেন, “যখন দেশে জঙ্গিবাদের উত্থান হয় তখন আপনারা কেন চুপ থাকেন? আপনারা আমাদের তালেবানদের সমর্থন করার কথা বলেন!”
সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রশ্ন রাখেন, “আপনারা কি ভারতের নির্বাচনে পর্যবেক্ষক পাঠান।
না.... কারণ তারা আপনাদের জিগায় না। যখন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে নির্বাচন নিয়ে ঝামেলা হয় তখন কি কোন পর্যবেক্ষক থাকে?”
“তাহলে এখানে আপনাদের কে দাওয়াত করেছে। দরকার হলে আমাদেরই অনেক পর্যবেক্ষক রয়েছে। তারাই নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচন স্ফটিকের মতো স্বচ্ছ হবে।
”
এ সময় ‘বিদেশি বন্ধুদের’ জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করতে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
‘বিএনপিকে তিন শর্ত’
১৪ দলের সমাবেশ থেকে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে তিনটি শর্ত দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “তারা সংসদ নির্বাচনে আসতে চান। এজন্য তাদের তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত সহিংস রাজনীতি-জঙ্গিবাদ বাদ দিতে হবে, যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করতে হবে এবং জামায়াতকে ছেড়ে আসতে হবে।
”
“শর্ত পূরণ করতে পারলে নির্বাচনে আসেন। জামায়াতকে কি তালাক দিয়েছেন? দেন নাই। তাদের সঙ্গ ছাড়লে আসেন দরজা খোলা আছে। ”
মোহাম্মদ নাসিম বলেন, “বিরোধী দলীয় নেত্রী নির্বাচনের ব্যাপারে আল্টিমেটাম দিতে চান। তিনি কি আল্টিমেটাম দিবেন, আমরা দিচ্ছি।
জামায়েতের সঙ্গে সম্পর্ক ছেদ না করলে নির্বাচনের পরে তাদের নিশ্চিহ্ন করা হবে। ”
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “গায়ের জোরে সন্ত্রাস চালিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। ”
নির্বাচন স্থগিতে বিএনপির দাবি ‘অযৌক্তিক’ ও ‘অসাংবিধানিক’ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
সমাবেশের সভাপতি ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, “নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন। টালবাহানা করছেন।
কোনে দিকে কান দেবেন না। নির্বাচন হবেই। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।