মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক মহান। আপনার অনেক অনেক বিশেষণের ভিরে আপনি হয়তো অনেক সময় ভূলে যান কোনটি আপনার আসল উপাধি আর কোনটি নয়। যাই হোক আপনার এত এত বিশেষণের মাঝে হয়তবা কোন একাদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ্র নির্বাচন বিজয়ী হিসেবে আপনার দলের লোকেরা আপনাকে তেল মারবে।
মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাকে গণতন্ত্রের মানসকন্যা বললে যেমন বুকে কষ্ট নিয়ে একটা হাসি চলে আসে তখনও হয়তোবা গণতন্ত্রের নতুন ধারার উন্মোচোনকারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ্র নির্বাচন বিজয়ী বিজয়ী বললে সেই রকম হাসি দেওয়া ছাড়া হয়তোবা আমার মত হতোভাগার আর কিছুই বলার থাকবেনা।
মাননীয় প্রধানমন্ত্রী এই কি সেই গণতন্ত্র এই কি সেই স্বাধীনতা যে গণতন্ত্রের জন্য লাখ লাখ লোক প্রাণ দেয়? যে স্বাধীন দেশের ক্ষমতায় বসার জন্য আপনারা এই ১৬ কোটি জনতাকে জিম্মি করে রেখেছেন???
বড় কষ্ট হয় মাননীয় প্রধানমন্ত্রী।
যাক আসল কথাটিই বলা হয়নি, মাননীয় প্রধানমন্ত্রী আমার দু:খটা একটু বোঝার চেষ্টা করবেন?????
আমার পরিবার স্বাধীনতার পক্ষের শক্তির এই দলের পক্ষে কথা বলে আসে বাংলাদেশের বি এন পির ঘাটি বলে পরিচিত একটি এলাকায়। এই জন্য অনেক সময় অনেক কথা অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে
আমাদেরকে।
কিন্তু আপনার এই দেশের প্রতি এবার যে ভালোবাসা আপনি দেখিয়ে দেশের ক্ষমতার মায়া ত্যাগ করতে না পারার কারনে আমার পরিবারের মত শত শত পরিবার আজ যে উৎকন্ঠার মধ্যে পার করছে তার জবাব কি একবার হলেও আপনি দিবেন???????
মাননীয় প্রধানমন্ত্রী এ কথা বলে রাখা ভাল আমার পরিবার কখনই আপনার আওয়ামিলীগ করেনা বা আপনার দলের এই কুকুরের বাচ্চাদের মন থেকে মেনে নিতেও পারেনা। আমার পরিবারের লোকেরা ভালবাসে আপনার পিতার রেখে যাওয়া দল আওয়ামিলীগ কে। কিন্তু আপনার পিতাকে এমন ভালোবাসার কারনে এমন কত পরিবার কে আপনি নির্মম ভাবে অপমান করবেন একটু জবাব দিবেন??
মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি শেষে কুলাঙ্গার বলতে বাধ্য হচ্ছিযে আপনি এমন একজন সন্তান যিনি নিজের ক্ষমতার জন্য ১৬ কোটি দেশবাসীর সামনে নিজের পিতাকে এতটা ছোট করলেন।
আমি আপনার মত এতটা কুলাঙ্গার সন্তান না তাই নিজের পিতার দু:খ দেখে আজকের এই লেখাটা লেখলাম।
মাননীয় প্রধানমন্ত্রী এখনও সময় আছে যোগ্য পিতার যোগ্য সন্তান হওয়ার। আপনার পিতার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে আপনার নেতৃত্বে নতুন বাংলাদেশ হয়ে উঠবে আর তা না হলে আপনাকেও একদিন এই দেশের মাটি থেকে বিদায় নিতে হবে আর বিদায়ের পরে হবেন নিজের পিতার মত অপমানিত যা এখন আপনি আপনার পিতাকে করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।