আমাদের কথা খুঁজে নিন

   

তোমার দিকেই তাকেই গোটা জাতি,নিরাশ করিও না আমাদের হে বীর সেনানী ভাইয়েরা!



আলহামদুলিল্লাহ, আজ যখন শুনতে পেলাম যে সাতক্ষীরাতে পুলিশের গালে এক সেনাবাহিনী চড় মেরেছে তখন যে কি ভাল লেগেছে তা বলে বোঝাতে পারিব না আমি। মনে হল যে চড় পুলিশ কে না পুরা যৌথ বাহিনীর গালেই মেরেছে।

আবার যখন এই ছবিটির কাজ করার জন্য গুগুলে বাংলাদেশ সেনাবাহিনী লিখে খোঁজ করি তখন আমার এই সব বীর ভাইদের ছবি দেখে নিজের অজান্তেই কেঁদে ফেলেছে। গর্ব করতে ইচ্ছে হয় তখন যে আমি এদের ভাই। বুক ফুলিয়ে বলতে পারি আমাদের ভাইদের বীরত্বের কথা।

আজ প্রতিটি দেশ আমার ভাইদের(সেনাবাহিনী) সুনাম করছে কিন্তু এই জারজ হাসিনা এসে আমার ভাইদের সুনামে হাত দিয়েছে।

হে সেনাবাহিনী,
জেগে ওঠো আরেকবার। আজ তোমার দিকেই তাকিয়ে হাজাড়ো সন্তান হারা মা,স্বামী হারা স্ত্রী,বাবা হারানো ছেলে। তুমি কি ভুলে গেছে পিলখানার কথা,যেদিন ৫৭ জন দেশপ্রেমীক ভাইকে হত্যা করেছে আওয়ামী বাহিনী। তুমি কি ভুলে গেছে ২৮ই ফেব্রুয়ারি, ৫ই মের কথা।

নিশ্চয় ভুলে যাওনি। আজ তোমার দিকেই তাকিয়ে আছে গোটা বাংলাদেশের মানুর। আমাদের বিস্বাস তুমি আমাদের নিরাশ করবেনা। দেশ কে ইন্ডিয়ার হাত থেকে রক্ষা কর। তুমি এই বাংলাদেশের পক্ষ হয়ে লড়াই কর।

তবে হ্যাঁ এত কিছুর পরেও যদি তুমি না জাগো তাহলে তোমার প্রতি থাকবে অভিশাপ, অভিশাপ। জেগে ওঠো আজ,তোমার দিকেই তাকিয়ে গোটা দেশ। কখন তুমি জাগবে…………তোমার প্রতিক্ষায় গোটা বাংলাদেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.