আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধশিশু নিয়ে চলচ্চিত্র 'অনুক্রোশ'

বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের প্রভাব নিয়ে নির্মিত হয়েছে ব্যতিক্রমী চলচ্চিত্র 'অনুক্রোশ'। ছবিটি নির্মিত হয়েছে যুদ্ধশিশুর মতো মানবিক বিষয় নিয়ে। এটি নির্মাণ করেছেন গোলাম মোস্তফা শিমুল। নারী চরিত্রবিহীন এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ মাহমুদ জুয়েল। আরও অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, রহমত আলী, নাসিম, তুষার মাহমুদ প্রমুখ।

পরিচালক জানিয়েছেন, এ চলচ্চিত্রটির ধরণ নৃবৈজ্ঞানিক অনুসন্ধানমূলক। পুরো এশিয়াতেই এ ধরনের কাজ এবারই প্রথম।

চলচ্চিত্রটিতে নারীচরিত্র না থাকলেও প্রবলভাবে আছে মা, মাটি আর দেশমাতৃকার কথা। প্রধান চরিত্রে অভিনয় করা জুয়েল মাহমুদ একজন যুদ্ধশিশুর ভূমিকায় অভিনয় করেছেন, যার খোঁজে ৪২ বছর পর বাংলাদেশে আসে পাকিস্তান আর্মির জাদরেল সেনাকর্মকর্তা। আসে পিতৃত্বের দাবি নিয়ে।

বাঙালি জাতির স্বরূপসন্ধান করতে গিয়ে নির্মাতা চান দর্শককে গোলকধাঁধার ভেতর দিয়ে ঘুরিয়ে আনতে।

অনুক্রোশ শব্দটির অর্থ ক্ষমা, করুণা অথবা দয়া।

আর চলচ্চিত্রটিতে অভিনয় করতে গিয়ে মঞ্চের জাদরেল অভিনেতা জুয়েলকে নিতে হয়েছে ব্যাপক প্রস্তুতি। তিনি বলেন, 'শুটিংয়ের আগে ৭ মাস আমি চরিত্র নিয়ে ভেবেছি। চুল-দাঁড়ি রেখেছি।

মেডিটেশন করেছি। বাংলাদেশসহ পৃথিবী ব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রত্যেক যুদ্ধশিশুর মনোজগত বোঝার চেষ্টা করেছি। তাদের অনুভব করেছি। এভাবেই আমি চরিত্রের সঙ্গে মিশে যেতে চেয়েছি। পেরেছি কিনা তার পরীক্ষা হবে পর্দায়।

'

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.