আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা

সাধারণ জ্ঞান : মার্কস ৩০

 

১. ICT এর পূর্ণ রূপ লেখ?

২. জীবের বৈশিষ্ট্য কি?

৩. তাজিন ডং কোন জেলায় অবস্থিত?

৪. কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?

৫. নিচের কোনটির আয়নায় প্রতিফলন একই থাকে?

MOON/HORROR/MANGO/ OTTO

৬. ৫,১১,২৯,৮৩,---- ৭৩১ অনুক্রমটির শূন্যস্থানে কত হবে?

৭. কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়?

৮. কোনটি বর্ণবিহীন গ্যাস?

৯. GCC এর পূর্ণরূপ লেখ?

১০. BCB এর পূর্ণরূপ লেখ?

১১. IBRD এর পূর্ণরূপ লেখ?

১২. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

১৩. রহিম করিমের চেয়ে জ্যেষ্ঠ। সুমন করিমের চেয়ে কনিষ্ঠ। রহিম সুমনের চেয়ে---- ।

১৪. বেগের একক কি?

১৫. বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তাকে কী বলে?

১৬. বলের একক কি?

১৭. কত বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হয়েছিল?

১৮. মহাকাশের একেকটি ভাগকে কী বলা হয়?

১৯. পেট্রোলিয়াম থেকে ---- তৈরি হয়।

২০. তাপশক্তি মাপার একক হলো---- ।

২১. মানুষ কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

২২. ই-কমার্স কি?

২৩. সমাজের বৈশিষ্ট্য কয়টি ও কি কি?

২৪. সমাজের মূল ভিত্তি কি?

২৫. মানুষ সামরিক পেশা গ্রহণ করে কোন সভ্যতায়?

২৭. কবি কাকে রূপসী বাংলা বলেছেন?

২৮. সিন্ধু সভ্যতা কোন যুগের?

২৯. প্রাচীন বাংলার বিখ্যাত সমুদ্র বন্দরের নাম কি?

৩০. রাষ্ট্র বলতে কী বোঝায়?

গণিত : মার্কস ৫৫

১. সংক্ষিপ্ত প্রশ্ন : ১x১৫=১৫

ক. অঙ্কপাতন কি?

খ. ৫ মিলিয়ন সমান কত বিলিয়ন?

গ. ১ এর সঙ্গে কত যোগ করলে যোগফল ০ হবে।

ঘ. দুইটি বিন্দু দিয়ে--- রেখা অঙ্কন করা যায়।

ঙ. > চিহ্নটির অর্থ কি?

চ. সামন্তরিকের কর্ণদুটি সমান হলে তা----।

ছ. ত্রিভুজের ভূমির বিপরীত কোণকে কি বলে?

জ. বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

ঝ. জ্যামিতিক কোণের মান কত?

-- ৯০/১৮০/৩৬০/২৬০

ঞ.  - a+b-c- (-a+b-c) = ?

 

ট. x=6, y=-2,, হলে-x (-y) =?

— 12/-12/4/-4

ঠ. (x+y)°–8x° = — 8/1/-8/-1

 

ড. -25  xyz, এখানে xyz এর সহগ কত?

ঢ.  ê-5ê- ê-2ê= ?

২. ৩x৫=১৫

ক. কত হার সুদে ৫ বছর পর মুনাফা- আসল আসলের দ্বিগুণ হবে?

খ. একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। বাগানের ক্ষেত্রফল ৩৯২ বর্গগজ হলে পরিসীমা কত?

গ. একটি খুঁটির ১৪ অংশ মাটিতে, ৩৮ অংশ পানিতে এবং ৬ ফুট পানির উপরে আছে।

পানির অংশটুকুর দৈর্ঘ্য কত?

৩. ৩x৫=১৫

ক. 7x3   4x = 448 = ৪৪৮ এর মান নির্ণয় কর।

খ.x2+1= 2x হলে x2 +1x2= ?

 

গ. তিনটি অখণ্ড ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি ৫১ হলে বড় সংখ্যাটি কত?

৪. দুইটি সরল লেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান প্রমাণ কর।

 

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.