আমাদের কথা খুঁজে নিন

   

জীবিকার সন্ধানে জীবন করেছি যন্ত্র ।। শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

জীবিকার সন্ধানে জীবন করেছি যন্ত্র । ।

শাফিক আফতাব

জীবিকার সন্ধানে জীবন করেছি যন্ত্র।
ভালোবাসার জন্য পড়েছি গুরুর মন্ত্র।
তোমার জন্য অর্জন করেছি পুঁজি,
শুদ্ধ হতে সত্য সুন্দর রুজি।
তোমার জন্য শিখেছি কাব্যপাঠ,
তোমার জন্য ফসলে ভরায়ছি মাঠ।
জীবিকার জন্য জীবন করেছি যন্ত্র,
অকালে বিকল হলো আমার সব অন্ত্র।



তবু আমি পেলাম না তোমার মন,
তবু আমে পেলাম না তোমার প্রেম,
তবু দেখি ভিন্ন তোমার জোন__
এসব আমি কেনো করেছি মেম ?
জীবিকার জন্য যন্ত্র করেছি জীবন,
তবু হলোনা তোমার আমার মিলন।
২৭.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।