আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্র কবরে: ফখরুল

শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “রোববার নয়া পল্টনে মার্চ ফর ডেমোক্রেসির শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি না দেয়ার হিংসাশ্রয়ী আচরণে প্রতীয়মান হচ্ছে, সরকার গণতন্ত্র নামক শব্দটি কবর দিয়ে দিয়েছে।”
সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে যৌথ বাহিনীর অভিযানের নামে রাজধানীসহ সারাদেশে বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হয়রানি করার অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, “রাষ্ট্রীয় প্রশাসনকে যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে যৌথবাহিনীর কর্মকাণ্ডে দেখে মনে হয়, আমরা যেন এক মগের মুল্লুকে বাস করছি। ক্ষমতালোভী বর্তমান সরকার প্রহসনের নির্বাচন করতে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।”
শান্তিপূর্ণ কর্মসূচির বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর সম্ভাব্য সৃষ্ট অচলাবস্থার জন্য সরকারকেই দায়ী থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজশাহীতে পুলিশ হত্যাকান্ডের ঘটনায় বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের জড়ানোর  নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে আইনের শাসন বিলুপ্ত হয়ে গেছে বলেই মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকেই কেবল গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে না বরং নেতাকর্মীদের স্ত্রী, সন্তান, পিতা-মাতা ও ভাই বোনদেরকেও গ্রেপ্তারের পাশাপাশি নির্যাতন করা হচ্ছে।
“এ ধরনের অমানবিকতা একাত্তরে পাক হানাদার বাহিনীর নিষ্ঠুর পৈশাচিকতাকেও হার মানিয়েছে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.