দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকার সুবাদে জায়গাটা আমার কাছে সেকেন্ড হোমের মত মনে হয়। তবে চট্টগ্রামের বেশীরভাগ মানুষের রাস্তা পারাপারের সময় একটা অভ্যাস আমাকে খুব পীড়া দেয়। চার রাস্তার মোড়গুলোতে চট্টগ্রামের মানুষের একটা বিশাল অংশ একদম মাঝ বরাবর দিয়ে রাস্তা পার হয়। এতে যেমন রাস্তায় চলাচলকারী যানবাহনসমূহ বিপদে পড়ে, তেমনি পথচারীর জন্য দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। চট্টগ্রামের ব্লগার যারা আছেন তারা যদি আমার কথায় মর্মাহত না হয়ে বরং প্রত্যেকে অন্তত ১০ জন মানুষকে চার রাস্তার মোড় সমূহে রাস্তার মাঝ বরাবর অংশ ব্যাবহার না করে বরং একটু ডানে বা বামে গিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে অন্তত কয়েক হাজার মানুষ যেমন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর কারণ হয়ে দাড়াবে না, তেমনি দুর্ঘটনার ঝুঁকিমুক্ত থাকবেন। কি? করবেন তো অন্তত ১০ জনকে সচেতন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।