তাইওয়ান থেকে আমদানি করা ১০ কন্টেইনার প্লাস্টিক দানার একটি চালান আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। গত সপ্তাহে চালানটি চট্টগ্রাম বন্দরে পেঁৗছালে গোপন সংবাদের ভিত্তিতে তিন দিন আগে খালাস প্রক্রিয়া স্থগিত করা চালানটির ভুয়া কাগজ দাখিল করে ছাড় করার সময় আটক করা হয়। এসব পণ্যের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঢাকার ফয়েজউদ্দিন অ্যান্ড কোম্পানি লিমিটেড ১০ কন্টেইনারে ২২০ টন রেজিন (প্লাস্টিক দানা) আমদানির ঘোষণা দেয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল জানান, জাল কাগজপত্র দাখিল করে আমদানি পণ্যগুলোর খালাস প্রক্রিয়া শুরু করায় চালানটি আটক করা হয়। তিনি বলেন, পণ্য খালাস নিতে বন্দরে যেসব কাগজপত্র দাখিল করা হয়েছে তার সব কিছুই ভুয়া। চালানটি তাদের নয় দাবি করে ফয়েজউদ্দিন অ্যান্ড কোম্পানি লিমিটেড বলছে তাদের নাম ব্যবহার করে কেউ এটা করতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।