থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচনকে প্রত্যাখ্যান করে সরকারবিরোধীরা গতকালও ব্যাংকক জুড়ে সহিংসতা চালিয়েছে। বিদ্রোহীরা দেশটির রাজধানী ব্যাংককের শিনাটাউনে তৃতীয় এবং শেষ দফার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একত্রিত হয়েছে। ফলে নির্বাচন প্রতিহত করতে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইংলাক সিনাওয়াত্রার সরকারের বিরুদ্ধে সহস াধিক বিদ্রোহী গতকাল ব্যাংককের রাজপথে নেমেছে। প্রবল আন্দোলনের মুখে চাপে ফেলে ইংলাক সিনাওয়াত্রার সরকারকে নির্বাচন স্থগিত করতে বাধ্য করার উদ্দেশ্যেই আন্দোলন অব্যাহত রাখে বিদ্রোহীরা। ইংলাকের পিউয়া থাই পার্টির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এই আন্দোলনের নেতা এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সুথেপ থাগসুবান নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে, বিদ্রোহীদের তিনি নির্দেশ দিয়েছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের যেন ভোটদানে বাধা না দেওয়া হয়। শুক্রবার এই কর্মসূচির ডাক দেওয়ার সময় তিনি বলেন, শুধুমাত্র সড়ক অবরোধ করা হবে, কোনো ভোটকেন্দ্র বন্ধ করা হবে না। বিদ্রোহীরা কোনো রকম সংঘর্ষ ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শান্ত হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। যারা ভোট দিতে চান তাদেও ভোটদান বাধাগ্রস্ত করে এমন কিছুই আমরা করব না। আমরা নিশ্চিত, জনতা স্বেচ্ছাতেই এই নির্বাচন বর্জন করবে। সংবাদমাধ্যম দ্য ন্যাশনে বলা হয়েছে, সুথেপের সমর্থক অধ্যুষিত দেশটির দক্ষিণাঞ্চলে সরকারবিরোধীরা বিভিন্ন ডাকঘরে অবস্থান নিয়েছে যেন ব্যালট পেপার ভোটকেন্দ্রে না পেঁৗছাতে পারে। আলজাজিরা, টাইমস অব ইন্ডিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।