আমাদের কথা খুঁজে নিন

   

রানি ভিকটোরিয়া প্যালেস এর ছবির ব্লগ

জীবন মানে এ গিয়ে চলো, ভাল থাকার প্রচেষ্টায় এগিয়ে যাই।

নামঃ ভিকটোরিয়া মেমোরিয়াল।
স্থানঃ কলকাতা , পশ্চিম বঙ্গ, ইন্ডিয়া।
স্থাপন কাজ শুরু হয় ১৯০৬ সালে আর শেষ হয় ১৯২১ সালে, এটি সম্পূর্ণ মার্বেল পাথর এ তৈরি।
এর স্থপিতি ছিলেন উইলিয়াল এমারসন।


এই স্থাপনা টি হুগলী নদীর কাছেই জহরলাল নেহারু রাস্তার পাশেই। আর এর সামনেই রয়েছে গড়ের মাঠ ও ইডেন গার্ডেন ।

চলুন তাহলে দেখে নেই এক ঝলক এ

ইন্দিরাগান্ধি পার্ক ও বিরালা প্লানেতরিয়াম।

সেন্ট পল গির্জা , কলকাতা ফাইন আর্টস এবং ভি- প্যালেস।

ভি- প্যালেস এর প্রধান ফটক, পাসেই টিকেট কাউন্তার



রোদেলা দিনে চোক ধাঁধানো সৌন্দর্য।



দু পাশেই বিসাল জলাধার ও বাগান

এটা পিছনের গেট এর পথ।


পাশেই বসে বাতাস আস্বাদন করে নিতে পারবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।