আমাদের কথা খুঁজে নিন

   

এবার ভারতে অবস্থানরত মার্কিনিদের কর ফাঁকি তদন্তের ঘোষণা

ভারতীয় কূটনীতিক দেবযানীকে হেনস্তার জেরে ফের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। দেশটিতে অবস্থানরত মার্কিনিদের বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে নয়াদিলি্ল। এ পরিপ্রেক্ষিতে মার্কিন স্কুলগুলোর কর্মীদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ভারত।

স্কুলের কর্মীরা যে ধরনের কাজ করছেন সেগুলো করার জন্য তাদের অনুমতি আছে কিনা এবং প্রদেয় কর ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্যই ওই কর্মীদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে বলে জানান এক ভারতীয় কর্মকর্তা। এর আগে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস কর্মকর্তাদের পরিচয়পত্র প্রত্যাহার করে দেশটি।

চলতি মাসে ভিসা জালিয়াতি এবং গৃহপরিচারিকাকে চুক্তির চেয়ে কম বেতন দেওয়ার অভিযোগে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। তাকে বিবস্ত্র করে তল্লাশি চালানো হয় এমন অভিযোগ ভারতের।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের পরিচয়পত্র প্রত্যাহারের পাশাপাশি দূতাবাসের সামনের নিরাপত্তা প্রহরা উঠিয়ে নেওয়া হয়। অন্যদিকে এই ঘটনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারতের কাছে দুঃখ প্রকাশ করেন।

এনডিটিভি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.