পরপর তিনবার আবুধাবিতে বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ জিতলেন বিশ্বের দু’নম্বর তারকা নোভাক জকোভিচ। শনিবার ফাইনালে স্পেনের টেনিস তারকা ডেভিড ফেরারকে ৭-৫, ৬-২ সেটে হারিয়ে এই খেতাব জিতেছেন সার্বিয়ার টেনিস তারকাটি।
প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ডেভিড ফেরার চাপে রেখেছিলেন জকোভিচকে। শেষ পর্যন্ত ওই সেটটি ৭-৫ ফলে জেতেন তিনি।
কিন্তু দ্বিতীয় সেটে ঠিকমতো নিজেকে মেলে ধরেন জকোভিচ। সহজেই ৬-২ ফলে দ্বিতীয় সেট জিতে নিয়ে চ্যাম্পিয়ন হন। সম্প্রতি প্রাক্তন জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকার জকোভিচের হেড কোচ নিযুক্ত হয়েছেন। তাই পুরোনো ছন্দ ফিরে পাচ্ছেন জকোভিচ। শনিবার ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে জকোভিচের খেলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।