আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমময় অনুভূতির নামকরণ



আমি কবি বলছি।
আমার সকল অনুভূতি,
প্রেম মাখানো আবেগ,
আর দূর- দিগন্তের কল্পনা জুড়ে শুধু তুমি।
আমার চতুর্মাত্রিক অনুভূতির অনিবার্য শব্দসমবায়ে
আমি তোমায় উপস্থাপন করি আমার কবিতায়।
আমার আত্মপ্রকাশের ইচ্ছা তুমি,
কারণ স্রস্টা এভাবেই নিজের স্বরূপ প্রকাশ করে।
আমার দৈনন্দিন জীবনের ব্যবহৃত অসংখ্য শব্দজুড়ে তুমি।


আমার অভিধানের ভেতরে থরে থরে সাজানো থাকে অজস্র শব্দের কঙ্কাল।
সেখান থেকে আমি বেছে নেয় ভালবাসার শব্দমালা।
মৃত শব্দের স্তূপ থেকে ভালবাসার শব্দগুলো নিয়ে তাতে প্রাণ সঞ্চার করি।
আমার বস্তুময় জীবনের অন্তরালে এই সৃষ্ট শব্দ নিয়ে
মন ও কল্পনায় এক ভাবময় জগত সৃষ্টি করি।

আমি কবি বলছি।


তুমি আমার কবিতা।
আর তাই তোমার সাথে ভাবসংযোগ স্থাপন করে
আমার এই প্রাণময় শব্দগুচ্ছ।
এই ভাবসংযোগ এর প্রকাশ থেকে আমি বাক্য সৃষ্টি করি।
সেই বাক্যটির নাম-
"আমি তোমাকে ভালবাসি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।