আমাদের কথা খুঁজে নিন

   

সুচিত্রার অবস্থা উদ্বেগজনক, সংক্রমণ ছড়িয়েছে বুকে

সুচিত্রা সেনের শারীরিক অবস্থা উদ্বেগজনক। সংক্রমন ছড়িয়ে পড়েছে বুকে। অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা ওঠা নামা করছে। তারা চেষ্টা চালাচ্ছেন সংক্রমণ নিয়ন্ত্রণে আনার।

রবিবার সুচিত্রা সেনের বুকের সিটিস্ক্যান ও এক্স-রে করা হয়েছে। বেসরকারি নার্সিংহোমের মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, অভিনেত্রীর অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁর অ্যান্টি বায়োটিক কোর্স চলছে। বয়সজনিত কারণে সমস্যা আরও প্রকট হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, নায়িকার পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

ফলে এখনই বাড়ি ফেরার সম্ভাবনা নেই তার। সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।

অভিনেত্রীর শারীরিক অবস্থার ওপর ২৪ ঘণ্টাই নজর রেখে চলেছেন চিকিত্সকরা। কাল তাঁকে আরও একবার পরীক্ষা করবে মেডিক্যাল বোর্ড।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।