বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বক্তারা বলেন, সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি স্বাধীনতাবিরোধীদের দখল থেকে উদ্ধার করতে হবে। সেখানে সাংস্কৃতিক আর্কাইভ প্রতিষ্ঠা করে তাঁর প্রতি সম্মান দেখাতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আন্তর্জাতিক সম্পাদক গোপাল সান্যাল। এতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসিডেন্ট মাহফুজুর রহমান, ইব্রাহীম চৌধুরী, শাহাবউদ্দিন চৌধুরী, ফাতেমা-তুজ-জোহরা, মনির খান ও মাসুদুর রহমান বক্তব্য দেন। বক্তারা বলেন, পাবনায় সুচিত্রার পৈতৃক বাড়িটি ১৯৮৭ সাল পর্যন্ত সরকারের তত্ত্বাবধানে ছিল। পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী চক্র বাড়িটি নামমাত্র মূল্যে ইজারা নিয়ে দখল করে ফেলে। আলোচনা সভা শেষে প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী। মূল রচনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।