একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। কিভাবে যে বলি....
এখানে আমার পরিবার, বন্ধু, আত্মীয়, গুরুজন, কনিষ্ঠজন অনেকেই আছেন তাই ইচ্ছে করলেও অনেক ক্ষেত্রে অনেক কিছু লিখতে পরিনা।
নাহ্ বলেই ফেলি....
"" গতবারের যালিম বি.এন.পি সরকারের আমলে আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ম.খা. আলমগীরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অভিনব উপায়ে টর্চার করা হয়। টগবগে উত্তপ্ত গরম পানিতে কোকাকোলার বোতল গরম করে ওটার মুখ আলমগীর স্যারের 'ওখানে' প্রবেশ করিয়ে দেয় যালিমের দল। এই ঘটনার পর তিনি অনেকদিন ভুগেছেন।
মূর্মুহুর্ত ব্যাথাতুর থেকেছেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন স্যার বসতে পারেন নি, চিৎ হয়ে শুতে পারেন নি। ব্যাথাতুর, ক্লান্ত, বিধ্বস্ত আমাদের স্যারকে ঘুমাতে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেচারা আলমগীর স্যার এসব কথা আদালতে বিচারক মহোদয়কে একাধিকবার বলেও কোনো সুবিচার পান নি। সুবিচার পাবেন কি করে? বিচারক প্রমান চাইলে আমাদের লাজুক আলমগীর স্যার 'চরম বেদনার কেন্দ্রস্থল' দেখাতে ব্যার্থ হন।
কিছু কিছু স্কলার মনে করেন 'ওইখানকার' ধকল মাথায় গিয়ে ঠেকে আর সেটাই স্যারের বর্তমান মস্তিষ্ক বিকৃতির কারন যদিও এর কোনো বৈজ্ঞানিক বা ডাক্তারী ব্যাখ্যা নেই।
- আপনারা শুধু শুধু আমাদের স্যারের কিছু শিশুসুলভ কথা শুনে উনার মাথায় দোষ আছে বলবেন না। উনার জন্য সবাই দোয়া করবেন। ""
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।