আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেস শেখার অসাম কিছু রিসোর্স

বর্তমানে অনলাইনে এক জনপ্রিয় নাম ওয়ার্ডপ্রেস। সারা বিশ্বের ন্যায় ওয়ার্ডপ্রেস বাংলাদেশেও জনপ্রিয় হতে শুরু করছে। বাংলাদেশের অনেক নামি দামি ব্লগ তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস দ্বারা, এর মাঝে অনেক নাম করা নিউজ পোর্টালও আছে। তাছাড়া আমাদের প্রিয় টেকটিউনও ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ওয়ার্ডপ্রেসের এই জনপ্রিয়তার মূলে রয়েছে তাদের সহজ ইন্টারফেস, কেননা গ্রাফিক্যাল ইন্টারফেস দ্বারা ওয়ার্ডপ্রেস সাইট খুব সহজেই পরিচালনা করা যায়।

যাক, এবার কাজের কথা আশা যাক। ওয়ার্ডপ্রেসের কাজ যদি আপনি শিখে নিতে পারেন তাহলে ফ্রীলাঞ্চ মার্কেটপ্লেস গুলো থেকে খুব সহজেই কামাই করতে পারেন। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো জনপ্রিয় কিছু ওয়ার্ডপ্রেস রিসোর্সের সাথে, যেসব সাইট থেকে আপনারা খুব সহজেই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে ও শিখতে পারবেন  :-D

কোন সন্দেহ ছাড়াই বলে দেওয়া যায় বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস শিখার জন্য সবচাইতে কাজের একটি সাইট এটি। ইভেন ওয়ার্ডপ্রেসের অফিশিয়াল সাইট থেকেও! বেসিক থেকে শুরু করে এডভান্স সব ধরণের পোস্টই পাওয়া যাবে এই সাইটে। তাছাড়াও এই সাইটে রয়েছে ফ্রী ভিডিও টিউটোরিয়াল যার দ্বারা ওয়ার্ডপ্রেস শিখা হবে আরও মজার।

এই ছাড়াও এই সাইটটি দ্বারা আপনি ফ্রী ওয়ার্ডপ্রেস ব্লগ সেটআপ করে নিতে পারেন।

আপনি যদি ওয়ার্ডপ্রেস মাস্টার হয়ে উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস কোডেক্সে পা ফেলতে হবে। ওয়ার্ডপ্রেস কোডেক্স হল ওয়ার্ডপ্রেস অফিশিয়াল সেফ হাউজ, যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে শুরু করে থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি টিউটোরিয়াল সহ আরও অনেক কিছু পাবেন এখানে।

টুটস+ এর অন্যতম জনপ্রিয় সাইট হল ওয়ার্ডপ্রেস টুটস+ এখানকার পোস্ট গুলো বিশ্বমানের। তবে বলে রাখা ভালো টুটস+ এর পোস্ট গুলো নতুনদের বুঝতে অনেক বেগ পোহাতে হতে পারে।



ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার আরেকটি অসাম সাইট Dig2WP. এই সাইটটি দ্বারা নতুন ওয়ার্ডপ্রেস ব্যাবহারকারিরা উপকৃত হতে পারেন। এদের কিছু ইবুক আছে যার দ্বারা খুব সহজেই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শিখা যায়। যদিও ইবুক গুলো কিনে ব্যাবহার করতে হয়।  এই সাইটটিটে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় দুজন লিখক ক্রিস কইয়ার ও জেফ স্টার।

খুব সুন্দর একটি সাইট।

বেশ গোছালো বলা চলে। এই সাইটটি সম্পর্কে বেশি কিছু বলার নেই, ভিজিট করলেই বুঝতে পারবেন।  
আশা করি আপনার ওয়ার্ডপ্রেস শিখার যাত্রা শুভ হবে, ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.