এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, বিটকয়েনের মতো হলেও ডগিকয়েনের আর্থিক মূল্য বেশ কম।
আর তাই দুই কোটি দশ লাখ ডগিকয়েকন চুরি হলেও আর্থিক মূল্যে হিসাব করে জানা গেছে ক্ষতি হয়েছে সাকুল্যে ১২ হাজার ডলার। যেখানে একটি বিটকয়েনের বর্তমান আর্থিক মূল্য ৭৫০ ডলার সেখানে একটি ডগিকয়েনসের আর্থিক মূল্য এক পেনির ভগ্নাংশ মাত্র। তারপরেও খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিল এই ডগিকয়েন।
হ্যাকিংয়ের এ বিষয়টি নিয়ে ডগিকয়েনের সহপ্রতিষ্ঠাতা জ্যাকসন পামার জানিয়েছেন, বিষয়টি বেশ আশ্চর্যজনক কারণ তারা মাত্র দুই থেকে তিন সপ্তাহ হয়েছে সাইটটি আপ করেছেন। পামার আরও জানিয়েছেন, তিনি এবং অন্য সহপ্রতিষ্ঠাতা বিলি মার্কাস আগামী মাস থেকে সাইটটির নিরাপত্তা যাতে আরও দৃঢ় হয় সে চেষ্টা করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।