আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবিত্তের স্বরূপ ।।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মধ্যবিত্তের স্বরূপ । ।


। । শাফিক আফতাব

পাশ্চাত্য কালচারে এসো নৃত্য করি,
প্রাচ্য কালচারে গান গাই__ভাউচারে অর্থ লুটাই __
টেন্ডারের টাকারে ডলার বানিয়ে পাচার করি,
পশুদের মতোন আচার করি।

নব্যশিক্ষিত মোরা উচ্চমধ্যবিত্ত,
পিত্তের বিলাস বেশী দৃষ্টান্তের মতো __
ভোগের ভেলায় ভাসি অবিরত,
মদে মাতাল হয়ে করি নগ্ননৃত্য।

মুখের বোলে সরল কথা, নিপুণ অভিনেতা,
হৃদয়খান কুসুমকোমল ভালোবাসি কবিতা ;
সবিতার দেহ নিংড়ে খাই পুলকের মধু __
আঙুল ফুল কলাগাছ হই, আহা ! কী যাদু !

আচারে কালচারে এসো হই সুধী সমাজের লোক,
খাস জমি বিকিয়ে কিনি বউয়ের নাকের নোলক।


৩০.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।