আমাদের কথা খুঁজে নিন

   

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দলীয় প্রধানরা

দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রধানরা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভি তা সরাসরি সম্প্র্রচার করবে। জাতির উদ্দেশ্যে ভাষণের বিটিভিতে সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে দলীয় প্রধান বা তার প্রতিনিধি কখন, কোন দল কত সময় ধরে এ ভাষণ দেবেন তা চূড়ান্ত হয়নি।

নির্বাচনী প্রচারণার সময় শেষ হওয়ার আগে নির্বাচন কমিশন, তথ্যমন্ত্রণালয় ও বিটিভি সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ ১২টি দল অংশ নিচ্ছে। ৫ জানুয়ারি ভোটের আগে ৩ জানুয়ারি শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ হবে।

গতকাল বিকালে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান/প্রতিনিধির ভাষণ সরাসরি সম্প্রচারের 'গাইডলাইন' চেয়ে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিকের কাছে চিঠি দিয়েছেন।

আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক ইতোমধ্যে বলেছেন, 'নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রধান বা প্রতিনিধির ভাষণের বিষয়টি বিটিভি সিদ্ধান্ত নেবে কবে। তবে সার্বিক বিষয়ে কমিশন সভায় এখনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। বর্তমানে যে ১২টি দল অংশ নিচ্ছে ইসির দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ২৪৬ জন, জাতীয় পার্টির ৮৫, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ২৪, জাতীয় পার্টির (জেপি) ২৮, গণতন্ত্রী পার্টির ১, গণফ্রন্টের ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১, বাংলাদেশ খেলাফত মজলিশের ২, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ৬, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২২, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ১৮ এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০৩ জন। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫৩ আসনে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪৭ আসনে ব্যালটে ভোট হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.