দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০২৬ ফ্লাইটের একটি আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে এতে কাউকে আটক করা যায়নি। চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (বিমানবন্দর) সেলিম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০২৬ ফ্লাইটের একটি যাত্রী আসনের নিচ থেকে ১৪টি স্বর্ণের বারটি উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ১৪০ তোলা বা দেড় কেজি। তবে কাস্টমসের তৎপরতা বুঝতে পেরে বহনকারী যাত্রী বারগুলো ফেলে যেতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।