দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. মুহাম্মদ আবদুল জলিল মিয়া ও বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোতোয়ালি থানায় গতকাল মামলাটি করেন দুদক সমন্বিত রংপুরের উপ-পরিচালক আবদুল করিম। মামলার এজাহারে অভিযোগ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল পরস্পর যোগসাজসে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত ২৮৫ জন জনবলের স্থলে ৬৭৪ জনকে নিয়োগ দিয়ে নিজেরা এবং অন্যদের লাভবান করেছেন। এ সময় উপ-পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফিরোজুল ইসলাম, সেকশন অফিসার সিরাজুম মুনিরা, সহকারী পরিচালক রেজাউল ইসলাম ও খন্দকার আশরাফুল ইসলাম এবং উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি। এছাড়া আইন লঙ্ঘন করে নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজকে (এনআইডএস) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ভিসির আপন ভায়রা ড. গাজী মাজহারুল আনোয়ারকে ডিন নিয়োগ দেন। গত অক্টোবরে তার নিয়োগও বাতিল করে ইউজিসি। বছরে নূ্যনতম একবার করে সিনেট সভা হওয়ার বিধান থাকলেও উপাচার্য তার কর্মকালীন একদিনও সিনেট সভা ডাকেনি। মামলার বাদী বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে মামলা করার জন্য দুদক চেয়ারম্যানের দফতরে আবেদন করা হয়। ১ ডিসেম্বর মামলা করার অনুমতি দেন দুদক চেয়ারম্যান। অনুমতির চিঠি পেতে দেরি হওয়ায় মামলা করতেও বিলম্ব হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।