আমাদের কথা খুঁজে নিন

   

'ইউসুফের নির্দেশে ৪২ জন হিন্দুকে হত্যা করা &#

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবুল কালাম মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৮তম সাক্ষী সিকদার হাবিবুর রহমানের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। সাক্ষীকে আজ জেরা করা হবে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে সিকদার হাবিবুর রহমান বলেন, আমি শুনেছি, একাত্তরের ৫ নভেম্বর ইউসুফের নির্দেশে ৪০-৫০ জন রাজাকারের সশস্ত্র দল বাগেরহাটের কচুয়া থানার শাঁখারীকাঠিতে হামলা চালিয়ে ৪২ জন নিরস্ত্র হিন্দুকে গুলি করে হত্যা করে। সাক্ষী বলেন, একাত্তরে বৃহত্তর খুলনা অঞ্চলের সব অপরাধ ইউসুফের নির্দেশে সংঘটিত হয়। ইউসুফ খুলনায় শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করে আওয়ামী সমর্থক ও হিন্দু সম্প্রদায়কে হত্যা ও তাদের বাড়ি ঘর লুটপাট করার নির্দেশ দেন।

ট্রাইব্যুনালে নিষিদ্ধ ইউসুফের আইনজীবী : এদিকে ইউসুফের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমানের ওকালত নামা বাতিল করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ট্রাইব্যুনাল-২ এর সব কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে। অবরোধ কর্মসূচিতে বেশ কয়েকদিন ট্রাইব্যুনালে না যাওয়ায় গতকাল ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এদিকে ইউসুফকে আজ নতুন আইনজীবী নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

অন্যথায় তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের বিষয়টি বিবেচনা করবেন ট্রাইব্যুনাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.