শামসুল আলম, শিক্ষক
কনফিডেন্স এডুকেশনাল কনসালটেশন, ঢাকা
১.কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
ক. মাহেনওখ. সওগাত
গ. ধূমকেতুঘ. কালিকলম
২. কোন গ্রন্থটি রাজা রামোহন রায়ের রচনা নয়?
ক. বেদান্ত চন্দ্রিকাখ. বেদান্ত গ্রন্থ
গ. বেদান্ত সারঘ. পথ্য প্রদান
৩.'জরাসন্ধ' কার ছদ্মনাম?
ক. চারুচন্দ্র চক্রবর্তীখ. সমরেশ বসু
গ. বিমল ঘোষঘ.অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৪. 'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. সধবার একাদশী
খ. আলালের ঘরের দুলাল
গ. একেই কি বলে সভ্যতা?ঘ. নববাবু বিলাস
৫. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
ক. নাটকখ. ছোটগল্প
গ. প্রবন্ধঘ. গীতি কবিতা
৬. 'এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।'- কে লিখেছেন?
ক. চণ্ডীদাস খ. বিদ্যাপতি
গ. রবীন্দ্রনাথ ঘ. কাজী নজরুল ইসলাম
৭. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম-
ক. সংবাদ রত্নাবলীখ. সংবাদ পূর্ণচন্দ্রোদয়
গ. সাহিত্যঘ. আঙ্গুর
৮. 'ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ' রচনা করেন-
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহঘ. সুকুমার সেন
৯. 'শীকর' শব্দের অর্থ কী?
ক. শিশিরখ. নীহারিকা
গ. জলকণাঘ. পদ্মফুল
১০.রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত তা কোনটি?
ক. বাংলাদেশের জাতীয় সঙ্গীত
খ. গল্পগুচ্ছ গ. সঞ্চয়িতাঘ. গীতাঞ্জলি
১১.'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'-বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির প্রার্থনা ধ্বনিত হয়েছে?
ক. অন্নদামঙ্গলখ. পদ্মাবতী
গ. অশ্রুমালাঘ. লাইলী-মজনু
১২.'কালের যাত্রা' নাটকটির রচয়িতা-
ক. কোরেশী মাগন ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সিকানদার আবু জাফর
ঘ. মরদন
১৩.বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'বাংলাদেশের আঞ্চলিক অভিধান' কে সম্পাদনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহম্মদ আব্দুল হাই গ. মুনীর চৌধুরী
ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী
১৪.'চার ইয়ারী কথা' গ্রন্থটি কে রচনা করেন?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী ঘ. কাজী নজরুল ইসলাম
১৫.ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য?
ক. মধ্যযুগের ভাবধারায় পুষ্ট
খ. আধুনিক যুগের লক্ষণাক্রান্ত
গ. নারী শিক্ষা প্রসারের অগ্রগামী
ঘ. দুই যুগের মিলনকারী
১৬. 'অন্যপুষ্ট' কোন পাখিকে বলা হয়?
ক.কাক খ.কোকিল গ.কবুতর ঘ. ময়না
১৭.'বৈকুণ্ঠের উইল' গ্রন্থটির রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র খ. রবীন্দ্রনাথ
গ. কাজী নজরুল ইসলাম ঘ. শরৎচন্দ্র
১৮.জসীমউদ্দীনের 'কবর' কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্তখ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্তঘ. মুক্তক
১৯.বুদ্ধদেব বসু কোন দশকের কবি?
ক. ত্রিশ দশকখ. পঞ্চাশ দশক
গ. ষাট দশকঘ. চলি্লশ দশক
২০.'সমুদ্র' শব্দের সমার্থক নয় কোনটি?
ক. বারিধি খ. সিন্ধু গ. তরঙ্গ ঘ. সাগর
উত্তরমালা : ১.গ ২.ক ৩.ক ৪.ক ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.গ ১০.ঘ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.গ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।