আমাদের কথা খুঁজে নিন

   

বছরজুড়ে ক্রীড়া উৎসব

অতীতের পাতায় হারিয়ে গেল আরেকটি বছর। সকালের সূর্য নিয়ে এলো নতুনের আগমনী গান। উৎসবে মাতোয়ারা সমগ্র বিশ্ব। প্রিয়জনকে অভিনন্দন বার্তা পাঠাতে ব্যস্ত কেউ। কেউ বা পুরনো ডায়েরিটা বাঙ্বন্দী করে নতুন ডায়েরির পাতায় টানছেন কলমের অাঁচড়।

ক্রীড়াঙ্গনও থেমে নেই। ফিফা কনফিডারেশনস কাপে নেইমারদের শিরোপা উল্লাস এখন কেবলই স্মৃতি। সেই স্মৃতি সঙ্গে নিয়েই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে ক্রীড়াপ্রেমীরা। এ বছর ব্রাজিল বিশ্বকাপ তো আছেই। এ ছাড়াও রয়েছে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, আইসিসি টি-২০ বিশ্বকাপ, হকি বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো টুর্নামেন্ট।

তবে এতসব টুর্নামেন্টের ভিড়ে বছরের সেরা আকর্ষণ থাকবে ব্রাজিল বিশ্বকাপই।

দুনিয়া কাঁপানো ফুটবল বিশ্বকাপের ২০তম আসর শুরু হবে ১২ জুন। সাউ পাওলোতে শুরু হয়ে ১৩ জুলাই মারকানাতে শেষ হবে বিশ্বকাপ। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, উরুগুয়ের মতো দলগুলোসহ মোট ৩২টি দল বিশ্বকাপের জন্য লড়াই করবে। কে হবে চ্যাম্পিয়ন! নেইমারদের ব্রাজিল নাকি মেসিদের আর্জেন্টিনা? চারবারের চ্যাম্পিয়ন ইতালিও তো কম নয়।

তাছাড়া বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকেও রাখতে হবে ফেভারিটের তালিকাতেই। সবাইকে পিছনে ফেলে জার্মানি কিংবা ফ্রান্সও জয় করতে পারে বিশ্বকাপ। এসব কল্পনা বাস্তব হয়ে ধরা দেবে ১৩ জুলাই মারাকানায়। সে পর্যন্ত ফুটবল ভক্তদের অপেক্ষায়ই থাকতে হবে।

বছরের অন্যতম আকর্ষণ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হবে ১৬ মার্চ থেকে।

বাংলাদেশে অনুষ্ঠেয় এ টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট ভক্তরা বছর প্রথম দিন থেকেই উত্তেজনায় ভুগবেন। সবাইকে পিছনে ফেলে স্বাগতিক বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেও তো পারে! এমন বিস্ময় মাখা স্বপ্ন দেশের কোটি কোটি ক্রিকেটভক্তের চোখে। এ ছাড়া এশিয়া কাপও তো রয়েছে ক্রিকেট ভক্তদের জন্য।

বছরের অন্যতম আকর্ষণ থাকবে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস এবং দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে অনুষ্ঠেয় এশিয়ান গেমস। ২৩ জুলাই শুরু হয়ে কমনওয়েলথ গেমস শেষ হবে ৩ আগস্ট।

এশিয়ান গেমস ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৪ অক্টোবর।

এসব আসর ছাড়াও টেনিসের নিয়মিত গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সময়মতোই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, অ্যাথলেটিকসের বিভিন্ন লিগ অনুষ্ঠিত হবে বছর জুড়েই। ক্রীড়াপ্রেমিকদের জন্য ২০১৪ সাল দারুণ কিছুই নিয়ে আসছে। এখন কেবল অপেক্ষার পালা।

কখন শুরু হবে প্রিয় টুর্নামেন্ট!

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.