১.'সতী ময়না লোর-চন্দ্রানী' এর মূল রচয়িতা কে?
ক. সাধনখ. মালাধর বসু
গ. নিজামীঘ. জায়সী
২.'রাজা যায় রাজা আসে'- কাব্যগ্রন্থের রচয়িতা-
ক. আবুল হুসেনখ. নির্মলেন্দু গুণ
গ. আবুল হাসানঘ. শামসুর রাহমান
৩.'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরখ. মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
৪.'পথিক তুমি পথ হারাইয়াছ'- উদ্ধৃতিটি কোন গ্রন্থের অন্তর্গত?
ক. নৌকাডুবি
খ. পতুল নাচের ইতিকথা
গ. কপালকুণ্ডলাঘ. চরিত্রহীন
৫.নিচের কোন পত্রিকাটি শিশু-কিশোর পত্রিকা হিসাবে পরিচিত?
ক. নবারুণ খ. উন্মাদ
গ. অগত্যাঘ. ধান শালিকের দেশ
৬.কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি, ফারসি শব্দ ব্যবহার করেন-
ক. আবু সায়ীদ আইউব
খ. সৈয়দ মুজতবা আলী
গ. জসীমউদ্দীনঘ. আহসান হাবীব
৭.'চাকা' নাটকটির রচয়িতা-
ক. সেলিম আল দীনখ. সৈয়দ শামসুল হক
গ. আব্দুল মান্নান সৈয়দ
ঘ. সৈয়দ আলী আহসান
৮.পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হাওয়ার রীতিকে কি বলে?
ক. বিপ্রকর্ষখ. স্বরাগম
গ. অভিশ্রুতিঘ. অপিনিহিতি
৯.রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. মধ্যবর্তিনীখ. নষ্টনীড়
গ. ক্ষুধিত পাষাণঘ. একরাত্রি
১০.'ওজন বুঝে চলা' বাগধারার অর্থ-
ক. আত্দসম্মান রক্ষা করা
খ. পক্ষপাতদুষ্ট
গ. পৃষ্ঠপোষককে সমর্থন
ঘ. অন্যের অনুকরণ
১১.'মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটি লিখেছেন-
ক. শামসুর রাহমানখ. আহসান হাবীব
গ. ফখরুখ আহমদ
ঘ. সিকানদার আবু জাফর
১২.'অভয়া' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?
ক. পথের দাবিখ. পল্লী সমাজ
গ. চন্দ্রনাথঘ. শ্রীকান্ত
১৩.'জিবরাইলের ডানা' গল্পের রচয়িতা কে?
ক. মিন্নাত আলীখ. শাহেদ আলী
গ. আবু রুশদঘ. বন্দে আলী মিঞা
১৪. 'মশারি' এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে-
ক. মশা+রিখ. মশা+অরি
গ. মশা+আরিঘ. মশা+ আরী
১৫.'হরিণ'-এর সমার্থক শব্দ কোনটি?
ক. মাতঙ্গ খ. তুরঙ্গ গ. কুরঙ্গ ঘ. ভৃঙ্গ
১৬.বাংলা নাটক মঞ্চায়নে, রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথমে আসে?
ক. হেরাসিম লেবেদফ
খ. ডি রোজারিও
গ. উইলিয়াম কেরীঘ. স্যার মেকলে
১৭.সৈয়দ মুজতবা আলীর 'দেশে-বিদেশে' বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
ক. কান্দাহারখ. সমরখন্দ
গ. কাবুলঘ. মুম্বাই
১৮.মীর মশাররফ হোসেনের আত্দজীবনীমূলক রচনা-
ক. বিষাদ সিন্ধুখ. জমিদার দর্পণ
গ. রত্নাবতীঘ. গাজী মিয়ার বস্তানী
১৯. 'ফুলকুমারী' শব্দটি কোন সমাস?
ক. উপমিত খ. উপমান
গ. রূপকঘ. ষষ্ঠী তৎপুরুষ
২০.'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের প্রেক্ষপট-
ক. মুক্তিযুদ্ধের প্রস্তুতিখ. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
গ. মুক্তিযুদ্ধের শেষঘ. দেশ গড়া
উত্তরমালা : ১.ক ২.গ ৩.গ ৪.গ ৫.ঘ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.গ ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.ক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।