আমাদের কথা খুঁজে নিন

   

পুত্রের কাছে ঋণী

পুত্র সাইমনের কাছে ঋণী হলেন ববিতা। শাহাদাত হোসেন লিটনের 'তোমার কাছে ঋণী' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করলেন এই অভিনেত্রী। অনাথ শিশু সাইমনকে কুড়িয়ে এনে পুত্র স্নেহে ঘরে তোলেন ববিতা। ঘটনাচক্রে সে দিনই নিজের সন্তান শাহরুখ হারিয়ে যায়। পালক মায়ের দুঃখ দূর করতে বড় হয়ে শাহরুখকে খুঁজে আনেন সাইমন।

এতে সাইমনের কাছে চির ঋণী হয়ে পড়েন ববিতা। এমনই গল্পে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। চলচ্চিত্রের গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'তোমার কাছে ঋণী'। এতে আরও অভিনয় করেন তমা মির্জা ও নবাগত শোভা।

নির্মাতা বলেন, চমৎকার গল্পের চলচ্চিত্রটি নিঃসন্দেহে দর্শক মন কাড়বে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.